ঢাকা, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

রাজনীতি

কৃষক দলের ৩টি কমিটি বিলুপ্ত ও ২টি কমিটি পুনর্গঠন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২২
কৃষক দলের ৩টি কমিটি বিলুপ্ত ও ২টি কমিটি পুনর্গঠন

ঢাকা: মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ঢাকা মহানগর, ফরিদপুর ও লক্ষ্মীপুর জেলা কমিটি বিলুপ্ত করা হয়েছে। সেই সাথে ঢাকা মহানগর উত্তর ও লক্ষ্মীপুর জেলার নতুন আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) কৃষক দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

ঢাকা মহানগর উত্তর কমিটি
আহ্বায়ক: আসজাদুল আরিশ ডল
সদস্য সচিব: মো. শফিকুর রহমান মিঠু

লক্ষ্মীপুর জেলা কমিটি
সভাপতি: মাহাবুব আলম মামুন
সিনিয়র সহ-সভাপতি: শাহ মো. এমরান
সাধারণ সম্পাদক: মো. মোস্তাফিজুর রহমান সোহেল
যুগ্ম সাধারণ সম্পাদক: মো. ফারুক হোসেন
সাংগঠনিক সম্পাদক: নাছির আলম মিশন

জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এসব কমিটি অনুমোদন করেন।

ঘোষিত কমিটিগুলোর নেতৃবৃন্দকে আগামী ১৫ দিনের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে কৃষক দলের কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২২
এমএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।