ঢাকা, বুধবার, ১৪ কার্তিক ১৪৩১, ৩০ অক্টোবর ২০২৪, ২৬ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

পাররামপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২২
পাররামপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক বহিষ্কার

জামালপুর: দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারনণ সম্পাদক ফজলে রাব্বী জুয়েলকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (২৮ জানুয়ারি) বিকেলে পাররামপুর ইউনিয়নের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আগামী ৩১ তারিখ পাররামপুর ইউনিয়নের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে ৯ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেন। শেষ পর্যন্ত আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পান আমিনুল ইসলাম মিন্টু।

দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, ২৭ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফজলে রাব্বী জুয়েলের একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। অডিও ক্লিপটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সারা জেলায় ভাইরাল হয়ে যায়। অডিও ক্লিপটিতে শোনা যায় পাররামরামপুর ইউনিয়নে জাকের নৌকা প্রতীক দিয়েছে তার প্রতি উপজেলায় এবং জামালপুর জেলা আওয়ামী লীগ বিরক্ত। সেই পরিপ্রেক্ষিতে আজ দলীয় সাধারণ সম্পাদক পর থেকে সাময়িক বহিষ্কার করা হয়।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।