ঢাকা, বুধবার, ১৪ কার্তিক ১৪৩১, ৩০ অক্টোবর ২০২৪, ২৬ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

ঢাকা মহানগর উত্তর বিএনপির ৩ নেতা বহিষ্কার

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২২
ঢাকা মহানগর উত্তর বিএনপির ৩ নেতা বহিষ্কার

ঢাকা: ঢাকা মহানগর উত্তর বিএনপির তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে।  

বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাতে দলের দপ্তরের দায়িত্বে থাকা জিয়াউর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এত বলা হয়, আদাবর থানার ১০০ নম্বর সাংগঠনিক ওয়ার্ডের যুগ্ম-আহ্বায়ক কেএম রুহুল আমিন ভূইয়া, যুগ্ম আহ্বায়ক বাদল ভূইয়া ও মহিমুল হাসান শিপলুকে দলীয় শৃঙ্খলা ও গঠনতন্ত্রবিরোধী কার্যকলাপের অভিযোগে দলের সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান ও সদস্য সচিব আমিনুল হক এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। গত শনিবার ঢাকা মহানগর উত্তর বিএনপির এই ওয়ার্ডসহ ৩৬টি ওয়ার্ড কমিটি ঘোষণা করা হয়েছিল।

বাংলাদেশ সময়: ২৩১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২২
এমএইচ/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।