ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি: বাণিজ্যমন্ত্রীর পদত্যাগের দাবি সিপিবির

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, মার্চ ১০, ২০২২
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি: বাণিজ্যমন্ত্রীর পদত্যাগের দাবি সিপিবির

সিলেট: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ব্যর্থতার দায় নিয়ে বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ চাইলো বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বৃহস্পতিবার (১০ মার্চ) বিকেলে নগরের সিটি পয়েন্টে সিপিবি জেলা শাখা আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে তারা বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন।

সমাবেশে বক্তারা বলেন, সরকার বাজার সিন্ডিকেটের মাধ্যমে মানুষের পকেট কেটে নিচ্ছে। দেশে আড়াই কোটি মানুষ বেকার। তিন কোটি মানুষ নতুন করে দারিদ্রসীমার নিচে নেমে গেছে। শ্রমিক ও কর্মজীবী মানুষদের মজুরি-বেতনও বাড়েনি। নিত্যব্যবহার্য জিনিসপত্রের দাম লাগামহীন বেড়ে যাওয়ায় দেশের ৯৯ শতাংশ মানুষের ক্রয়ক্ষমতায় ধস নেমেছে। এ অবস্থায়ও তেলসহ নিত্যপণ্যের দাম দফায় দফায় বাড়চ্ছে। তাই আমরা মনে করি, বাণিজ্যমন্ত্রীকে ব্যর্থতার দায় নিয়ে অবিলম্বে পদত্যাগ করতে হবে।

বক্তারা আরও বলেন, অবিলম্বে চাল, ডাল, তেলসহ নিত্যপণ্যের দাম কমাতে হবে। তা না হলে সারাদেশের জনগণকে নিয়ে হরতালসহ নানা কর্মসূচি দেওয়া হবে। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের পাশাপাশি দুর্নীতিমুক্ত টিসিবি এবং ন্যায্যমূল্যের দোকান চালু করতে হবে। মূল্যবৃদ্ধির ব্যবসায়ী সিন্ডিকেট ভেঙ্গে রেশনিং ব্যবস্থা চালু করতে হবে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ‘দাম কমাও, জান বাঁচাও’ স্লোগানে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবি সিলেট জেলার সাধারণ সম্পাদক খায়রুল হাছান।

সিপিবি নেতা নিরঞ্জন দাস খোকনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, পার্টির সিলেট জেলার সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন, সিপিবি নেতা দেবব্রত পাল মিন্টু, বিশিষ্ট আইনজীবী একেএম শিহাব, ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সাধারণ সম্পাদক নাহিদ হাসান প্রান্তিক ও আহ্বায়ক মনীষা ওয়াহিদ।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সিলেট জেলার সহ-সভাপতি রতন দেব, যুব ইউনিয়নের কেন্দ্রীয় সদস্য মতিউর রহমান, সিলেট জেলার সহসাধারণ সম্পাদক এসকে শাকিল, ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সহসভাপতি হাছান বক্ত চৌধুরী কাওছার প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, মার্চ ১০, ২০২২
এনইউ/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।