ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

বরিশালে বিএনপির তথ্য সংগ্রহ ফরম বিতরণ শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, মার্চ ২০, ২০২২
বরিশালে বিএনপির তথ্য সংগ্রহ ফরম বিতরণ শুরু বরিশালে বিএনপির তথ্য সংগ্রহ ফরম বিতরণ শুরু।

বরিশাল: বরিশাল মহানগর বিএনপির ৩০টি ওয়ার্ডের কমিটি গঠন করার লক্ষে তথ্য সংগ্রহ ফরম বিতরণ শুরু হয়েছে।

রোববার (২০ মার্চ) বেলা সাড়ে ১১টায় বরিশাল নগরের সদর রোডে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ফরম বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

এ অনুষ্ঠানে বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সংগঠনকে গতিশীল করতে নেতৃত্ব বাছাই করা হচ্ছে। সংগঠনের আওতাধীন ওয়ার্ডের পদ প্রত্যাশীদের তথ্য ফরম সংগ্রহ করে তা সঠিকভাবে পূরণ করে নির্দিষ্ট দিন-তারিখের মধ্যে জমা দিতে হবে। যারা সৎ, সাহসী, ত্যাগী ও মামলা-হামলার স্বীকার এবং আন্দোলন-সংগ্রাম করতে পারবে, তাদের প্রাধান্য দিয়ে কমিটিতে জায়গা দেওয়া হবে।

মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে ও মহানগর বিএন‌পির সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আকন কুদ্দুসুর রহমান, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) মাহাবুবুল হক নান্নু, নির্বাহী কমিটির সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মজিবর রহমান নান্টু, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক আলী হায়দার বাবুল, আলতাফ মাহামুদ সিকদার, জিয়া উদ্দিন সিকদার জিয়া, কেএম শহিদুল্লাহ, হাবিবুর রহমান টিপু প্রমুখ।

এদিকে সমাবেশ শুরুর আগে থেকেই বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীদের সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায়।

সমাবেশকে কেন্দ্র করে যে কোন ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য ছিল তৎপর।

বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, মার্চ ২০, ২০২২
এমএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।