ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

সোমবার বাম গণতান্ত্রিক জোটের হরতাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৬ ঘণ্টা, মার্চ ২৮, ২০২২
সোমবার বাম গণতান্ত্রিক জোটের হরতাল

ঢাকা: বাম গণতান্ত্রিক জোটের ডাকা সোমবারের (২৮ মার্চ) হরতাল কোনো দলের নয়, দেশের সব মানুষের হরতাল বলে উল্লেখ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

রোববার (২৭ মার্চ) হরতালের সমর্থনে এক বিজ্ঞপ্তিতে এ কথা বলেন সিপিবির নেতারা।

সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আগামী সোমবার অর্ধদিবস দেশব্যাপী হরতাল পালনের আহবান জানিয়ে বলেন, সরকার লুটেরা ব্যবসায়ীদের স্বার্থরক্ষা করে চলছে। এর বিরুদ্ধে জনগণের রায় দিতে হবে।

হরতাল বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর হুমকির সমালোচনা করে তিনি বলেন, সব স্বরাষ্ট্রমন্ত্রী এরকম মুখস্থ কথা বলেন। এসব কথা পুরনো ফাইল দেখে বলে, জনগণকে বিভ্রান্ত করা যাবে না।

সিপিবি সাধারণ সম্পাদক আরও বলেন, জান বাঁচাতে এ হরতাল কোনো দলের নয়, সব মানুষের। তাই নিজে হরতাল পালন করুন। অন্যকে উৎসাহিত করুন। হরতালের প্রচার অব্যাহত রাখুন। হরতাল সফল করতে ভূমিকা নিন। নীতিনিষ্ঠ রাজনৈতিক শক্তি সমাবেশ গড়ে তুলতে এগিয়ে আসুন।

বাংলাদেশ সময়: ০০৩৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০২২
এমএমআই/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।