ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

হরতালের সমর্থনে পল্টন মোড়ে বাম জোটের সমাবেশ চলছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০০ ঘণ্টা, মার্চ ২৮, ২০২২
হরতালের সমর্থনে পল্টন মোড়ে বাম জোটের সমাবেশ চলছে

ঢাকা: দ্রব্যমূল্যের দাম কমানো এবং গ্যাস, বিদ্যুৎ ও পানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে ডাকা হরতালের সমর্থনে পল্টন মোড়ে বাম জোটের সমাবেশ চলছে।

সোমবার (২৮ মার্চ) সকাল থেকে অর্ধদিবস হরতালের সমর্থনে এই সমাবেশ ও মিছিলের আয়োজন করে কয়েকটি বাম রাজনৈতিক দল।

সমাবেশে বক্তারা বলেন, বিনা ভোটের সরকার ব্যবসায়ীদের কাছে টিকেট বিক্রি করে টাকা কামিয়েছে। এই সরকারের সব মন্ত্রী ব্যবসায়ী তারা ব্যবসা ছাড়া কিছু বোঝে না। তারা সবকিছুতেই সিন্ডিকেট করেছে।

বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেন, সারা দেশে আমরা সর্বাত্মক হরতাল ডেকেছি। মিটিং মিছিল করা নাগরিক অধিকার। কিন্তু এই সরকার সব কিছু থেকে আমাদের বঞ্চিত করেছে। আজ দেশে বৈষম্য গড়ে উঠেছে বলে তিনি উল্লেখ করেন।

বাংলাদেশ সময়: ১১০১ ঘণ্টা, মার্চ ২৮, ২০২২
এসএমএকে/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।