ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

প্রতীকী অনশনের আশপাশে খাবার ভালো বিক্রি হচ্ছে: তথ্যমন্ত্রী

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, এপ্রিল ২, ২০২২
প্রতীকী অনশনের আশপাশে খাবার ভালো বিক্রি হচ্ছে: তথ্যমন্ত্রী ছবি: দেলোয়ার হোসেন বাদল

ঢাকা বিশ্ববিদ্যালয়: প্রেসক্লাবে বিএনপির প্রতীকী অনশনের আশেপাশে খাবারের দোকানে ভালো বিক্রি হচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শনিবার (২ এপ্রিল) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফের মরদেহে শ্রদ্ধা জানাতে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, শুনলাম বিএনপি নাকি গণঅনশন করছে, অনশনের আশপাশের খাবারের দোকানে ভালো বিক্রি হচ্ছে। বিএনপির রাজনীতি তো মিথ্যাচারের ওপর প্রতিষ্ঠিত। আশা করব আজকেই সব মিথ্যাগুলো বলে দিবে। আগামী একমাস মিথ্যা বলা বন্ধ হবে।

তিনি আরও বলেন, দ্রব্যমূল্য নিয়ে তাদের আন্দোলন, দ্রব্যমূল্য তো ধীরে ধীরে কমছে। বিএনপির মধ্যে অস্বস্তি এবং অস্থিরতা দুটোই বেড়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২২
এসকেবি/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।