ঢাকা, শনিবার, ২২ আষাঢ় ১৪৩১, ০৬ জুলাই ২০২৪, ২৮ জিলহজ ১৪৪৫

রাজনীতি

প্রধানমন্ত্রীকে উপহাস করায় যুব মহিলা লীগের ২ নেত্রী বহিষ্কার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২২
প্রধানমন্ত্রীকে উপহাস করায় যুব মহিলা লীগের ২ নেত্রী বহিষ্কার 

বাগেরহাট: প্রধানমন্ত্রীকে উপহাস করায় মোংলা পৌর যুব মহিলা লীগের দুই নেত্রীকে বহিষ্কার করা হয়েছে।  

অভিযোগ প্রমাণিত হওয়ায় রোববার (১১ এপ্রিল) বিকেলে মোংলা পৌর যুব মহিলা লীগের সভাপতি সুমি লীলা ও সাধারণ ইস্তুপি সরকার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞাপ্তিতে বিষয়টি জানানো হয়।

 

বহিষ্কৃতরা হলেন, মোংলা পৌর যুব মহিলা লীগের যুগ্ম সম্পাদক সাজিয়া স্বপ্না ও পৌর যুব মহিলা লীগের সহ-সভাপতি ও পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলর শিউলি আকন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৮ এপ্রিল যুব মহিলা লীগ মােংলা পৌর শাখার যুগ্ম সম্পাদক সাজিয়া পারভীন স্বপ্না তার ব্যক্তিগত ফেসবুক আইডি (Swapna Sajia) থেকে প্রধানমন্ত্রী জাতীর জনকের কন্যা আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মিষ্টি কুমড়ার ছবিসহ উপহাস করে ও আপত্তিকর পােস্ট সামাজিক যােগাযােগ মাধ্যমে পোস্ট দেয়া হয়।  

উল্লেখিত, পােস্টে মােংলা পৌর যুব মহিলা লীগের সহ-সভাপতি ও পৌরসভার সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর শিউলি আকন উৎসাহ ও তামাসামূলক মন্তব্য করে গুরুতর অপরাধ করেছে। এ অপরাধের কারণে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সাজিয়া পারভীন স্বপ্না ও শিউলি আকনকে মােংলা পৌর শাখার যুব মহিলা লীগ থেকে বহিষ্কার করা ও তাদের প্রাথমিক দলীয় সদস্য পদ বাতিল করা হলো।

মোংলা পৌর যুব মহিলা লীগ শাখার সভাপতি সুমি লীলা বলেন, প্রাধানমন্ত্রীকে নিয়ে উপহাস ও আপত্তিকর পোস্ট করায় মোংলাসহ দেশের অন্য অঞ্চলে বিষয়টি নিয়ে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তাই যুব মহিলা লীগের জরুরি বৈঠকে কমিটির সকল সদস্যদের সম্মতিতে তাদের সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

তিনি আরো বলেন, জেলা ও বিভাগীয় পর্যায়ের নেতাদের সঙ্গে আলাপ করে আইনিভাবে ব্যবস্থা নেওয়ার জন্য চেষ্টা করছি, যাতে করে আমার যুব মহিলা লীগের ভিতরে কোনো নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে নিয়ে এমন বাজে মন্তব্য করতে আর কেউ সাহস না পায়।  

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।