ঢাকা, শুক্রবার, ১৬ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

বিদেশি কূটনীতিকদের সম্মানে আ.লীগের ইফতার

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২২
বিদেশি কূটনীতিকদের সম্মানে আ.লীগের ইফতার

ঢাকা: ঢাকার বিদেশি কূটনীতিকদের সম্মানে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটি ইফতার অনুষ্ঠানের আয়োজন করেছে।

শুক্রবার (১৫ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে এই ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার বিষয়ক মন্ত্রী হাছান মাহমুদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকার যুক্তরাষ্ট্র, ভারত, জাপান, চীন, রাশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, তুরস্ক, মালয়েশিয়া, ব্রাজিল প্রভৃতি মিশনের প্রধান ও প্রতিনিধিরা।

ইফতার অনুষ্ঠানে আওয়ামী লীগের নেতারা বিদেশি কূটনীতিকদের সঙ্গে মতবিনিময় করেন। এতে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য অ্যাম্বাসেডর মোহাম্মদ জমির।

বাংলা‌দেশ সময়: ২০২৮ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২২
টিআর/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।