ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বাংলাদেশ আজ দারুণভাবে অসুস্থ। অত্যাচার-নির্যাতন ও নিপীড়ন করে দেশকে মৃতপ্রায় করে ফেলা হয়েছে।
মঙ্গলবার ( ২৬ এপ্রিল) বিকেলে রাজধানীর একটি মিলনায়তনে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) বিএসএমএমইউ শাখার উদ্যোগে এই ইফতার মাহফিল হয়।
নজরুল ইসলাম খান বলেন, আজকে সরকার কথায় কথায় উন্নয়নের কথা বলে। কিন্তু করোনা মহামারীর মধ্যে নতুন ১২ হাজার লোক কোটিপতি হয়েছে। প্রকৃতপক্ষে তাদের উন্নয়ন হয়েছে। অন্যদিকে দেশের সাড়ে তিন কোটি লোক নতুনভাবে দরিদ্র হয়েছে। তাদের তো কোনো উন্নয়ন হয়নি। এই সরকার তাদের নয়।
এছাড়া গণতন্ত্র পুনরুদ্ধার, দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি ও দেশনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার জন্য চিকিৎসকদের আরও সুসংগঠিত হওয়ার আহ্বান জানান তিনি।
বিএসএমএমইউ ড্যাবের সভাপতি ডা. মো. এরফানুল হক সিদ্দিকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. শেখ ফরহাদের পরিচালনায় ইফতার মাহফিলে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ড্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, মহাসচিব ডা. মো. আবদুস সালাম, ডা. আবদুস সেলিম, ডা. জহিরুল ইসলাম শাকিল, বিএনপির সহপ্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম প্রমুখ।
আরও অংশগ্রহণ করেন ড্যাবের ডা. শফিউল্লাহ জিন্টু, ডা. শহিদুল আলম, ডা. মো. মেহেদী হাসান, ডা. কাজী মাজহারুল ইসলাম দোলন, ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, ডা. পারভেজ রেজা কাকন, ডা. মো. ফখরুজ্জামান, ডা. খালেকুজ্জামান দীপু, হাসনুল আলম শামীম, ডা. শামসুল আলম, ডা. শহিদুল ইসলাম, শহিদুল হাসান বাবুল, বিএনপির মীর নেওয়াজ আলী নেওয়াজ, আসাদুল করিম শাহিন, বেসরকারি মেডিকেল ছাত্রদলের তানজিম রুবাইয়্যাত আফিফ, আসিফ আহমেদ খানসহ শতাধিক নেতাকর্মী।
বাংলাদেশ সময়: ২২১৬ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২২
এমএইচ/এনএইচআর