ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে মোশাররফ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৩ ঘণ্টা, মে ২১, ২০২২
মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে মোশাররফ

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন দলটির স্থায়ী কমিটির অপর সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলানিউজকে জানান, শুক্রবার (২০ মে) রাতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি মির্জা আব্বাসকে দেখতে যান ড. মোশাররফ হোসেন।

তিনি মির্জা আব্বাসের পাশে বসে তার শারিরীক অবস্থার খোঁজ খবর নেন। চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। মির্জা আব্বাস তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন মির্জা আব্বাসের স্ত্রীয় আফরোজা আব্বাস, বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম, নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, মে ২১, ২০২২
এমএইচ/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।