ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুর উপজেলা বিএনপির সম্মেলন এবং আওয়ামী লীগের সমাবেশকে কেন্দ্র করে দুই দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন পুলিশের এসআইসহ অন্তত পাঁচজন।
মঙ্গলবার (২৪ মে) দুপুর ২টার দিকে উপজেলা শহরের বাঘড়ি বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার শহরের বাইপাস মোড়ে উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ে সম্মেলনের আয়োজন করা হয়। এর কাছেই বাইপাস সড়কের পাশে উপজেলা আওয়ামী লীগও একই সময় সমাবেশ ডাকে। এতে সকাল থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে পুলিশের অনুরোধে উপজেলা বিএনপির আয়োজন সরিয়ে বাঘড়ি এলাকায় নিয়ে যাওয়া হয়। পরে দুপুরে সেখানে দুই পক্ষ মিছিল নিয়ে অবস্থান নিলে সংঘর্ষ বাধে। এসময় লাঠিসোটা ও ইট-পাটকেলের আঘাতে রাজাপুর থানা পুলিশের এসআই মামুন ও আরেক পুলিশ সদস্যসহ দুই পক্ষের অন্তত পাঁচজন আহত হন। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে বিএনপির সমাবেশ পণ্ড হয়ে যায়। পরে গোপনে তারা সম্মেলন করেন। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন। সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন।
প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন। রাজাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদের সভাপতিত্বে সদস্য সচিব নাসিম উদ্দিন আকনের পরিচালনায় বক্তব্য দেন ঝালকাঠি শহর বিএনপির সাধারণ সম্পাদক আনিচুর রহমান তাপু, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, রাজাপুর উপজেলা যুবদল সভাপতি জাকারিয়া সুমন, ছাত্রদল সভাপতি আল ইমরান কিরণসহ ইউনিয়ন বিএনপির সভাপতিবৃন্দ।
উপস্থিত কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে তালুকদার আবুল কালাম আজাদকে সভাপতি, নাসিম উদ্দিন আকনকে সাধারণ সম্পাদক করে উপজেলা বিএনপির সুপার ফাইভ কমিটি ঘোষণা করা হয়।
বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, মে ২৪, ২০২২
এসআই