ঢাকা: রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির উদ্যোগে দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা চলছে।
রোববার (২৯ মে) বিকেল ৩টার দিকে জাতীয়তাবাদী ওলামা দলের সদস্য সচিব প্রিন্সিপ্যাল মাওলানা নজরুল ইসলাম দোয়া ও মোনাজাত করে এ আলোচনার সূচনা করেন।
আলোচনা সভার সঞ্চালক বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বার বার অনুরোধ জানান আপনারা আজকের অনুষ্ঠানে স্লোগান দেবেন না। কিন্তু নেতাকর্মীরা তার বারণ না শুনে স্লোগান দিচ্ছিলেন।
এ সময় মঞ্চে বসে থাকা দলীয় মহাসচিব ও আলোচনা সভার সভাপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের উদ্দেশে বলেন, তোমরা এখানে কেন এসেছো সেটা বুঝতে হবে। আমরা এখানে আমাদের প্রয়াত চেয়ারম্যানের স্মরণে আলোচনা শুনবো। তোমরা কেন স্লোগান দাও, কেন হাতে তালি দাও?
মহাসচিবের নিষেধের পরও বক্তাদের বক্তব্য শেষ হতেই দলীয় নেতাকর্মীদের স্লোগান দিতে দেখা গেছে।
বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, মে ২৯, ২০২২
এমএইচ/আরআইএস