ঢাকা: দুর্নীতি দমন কমিশনে তালিকা দেওয়া গণকমিশনের বিচারের দাবিতে জরুরি সভা করেছে জাতীয় ওলামা পার্টি। সভা শেষে বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটি।
বুধবার (০১ জুন) বিকেলে কাকরাইল কার্যালয়ে জাতীয় ওলামা পার্টির জরুরি সভা কেন্দ্রীয় আহ্বায়ক ড. ইরফান বিন তোরাব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
পার্টির সদস্য সচিব এস এম আল জুবায়েরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ওলামা পার্টির যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি এম এরশাদ উল্লাহ আকমল, যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাও. আলহাজ আব্দুর রব, যুগ্ম আহ্বায়ক মুফতি ফিরোজ শাহ, হাফেজ ক্বারী ইছারুহুল্লাহ আসিফ, নাজমুল হুদা সারোয়ার, মুফতি ইমরান, মুফতি কামরুল ইসলাম, মাও. আব্দুল রহিম সোহেল, মাও. শফিউল্লাহ জিহাদী, হাফেজ আব্দুল বাতেন, ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি এইচ কে এম নুরুল্লাহ, ঢাকা দক্ষিণের সেক্রেটারি মাওলানা আব্দুল সালাম, ওলামা পার্টির নেতা ডা. ইফতেখার, হাফেজ মো. মোজাম্মেল হোসেন, মাও. আমির হোসেন, অধ্যক্ষ মাও. মো. আবুল কাশেম, মাও. ইব্রাহিম খলিল প্রমুখ।
জরুরি সভা শেষে দেশের সম্মানিত ১১৬ জন ওলামা মাশায়েখের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে তালিকা প্রদানকারী গণকমিশনের বিচারের দাবিতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, জুন ০১, ২০২২
এসএমএকে/এমজেএফ