ঢাকা: ৫১ সদস্য বিশিষ্ট কমিটি পুনর্গঠন করে ৭১ সদস্য কমিটি গঠনের কথা জানিয়ে নির্বাচন কমিশনকে (ইসি) অবহিত করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) একাংশ।
বৃহস্পতিবার (২ জুন) নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব বরাবর এক চিঠি দিয়ে এ কথা জানিয়েছে দলটি।
কমিশনে দেওয়া চিঠিতে মহাসচিব শাহাদাত হোসেন সেলিম উল্লেখ করেন, সম্প্রতি অলি আহমদের নেতৃত্বে অনাস্থা জ্ঞাপন করে ব্যাপক সংখ্যক নেতাকর্মী আবদুল করিম আব্বাসী ও শাহাদাত হোসেন সেলিম নেতৃত্বাধীন এলডিপিতে যোগদান করেছেন। যা গণমাধ্যমে প্রচারিত হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে ৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন ও সংযোজন করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। যা আপনার অবগতির জন্য পেশ করা হলো।
চিঠিতে আবদুল করিম আব্বাসী ও শাহাদাত হোসেন সেলিম নেতৃত্বাধীন এলডিপিকে স্বীকৃতি দেওয়া ও সব পত্রালাপ করার জন্য অনুরোধ করেন শাহাদাত হোসেন সেলিম।
বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, জুন ০২, ২০২২
এমএইচ/আরবি