ঢাকা, শনিবার, ৬ আশ্বিন ১৪৩১, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: বৃষ্টির মধ্যেই ময়মনসিংহে বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, জুন ৪, ২০২২
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: বৃষ্টির মধ্যেই ময়মনসিংহে বিক্ষোভ

ময়মনসিংহ: ময়মনসিংহে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর যুবলীগ। মিছিল শেষে তারা নগরীর পাটগুদাম ব্রীজমোড় জয় বাংলা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করে।

শনিবার (৪ জুন) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বৃষ্টিতে ভিজেই নগরীর বেশ কয়েকটি সড়ক প্রদিক্ষণ করে এ বিক্ষোভ সমাবেশ করেন তারা।

সমাবেশে বক্তব্য দেন- মহানগর যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ শাহীনুর, সিনিয়র আহ্বায়ক রাসেল পাঠান, সদস্য জিয়াউল হক জিয়া, অ্যাডভোকেট সলিমুল্লাহ রসুল, শাহ আলমগীর জয়, রাজীব খান, শেখ মোহাম্মদ আল আমিন, রাসেল আহমেদ, যুবলীগ নেতা মারুফ আহমেদ মুন্না প্রমুখ।

সমাবেশে নেতারা বলেন, বিএনপি জামাতের দোসররা এ বাংলার মাটিতে আবারও পঁচাত্তরে ঘটাতে চায়। তাদের এ দিবা স্বপ্ন কখনো পূরণ হবে না। বিএনপি জামাত যেখানে নৈরাজ্য সৃষ্টি করবে সেখানেই যুবলীগ দাঁত ভাঙা প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, জুন ০৪, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।