ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

গণঅভ্যুত্থানেই সরকারের বিদায় হবে: আমান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, জুন ৮, ২০২২
গণঅভ্যুত্থানেই সরকারের বিদায় হবে: আমান

ঢাকা: ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান বলেছেন, দেশের আগামী নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনেই হতে হবে। এর কোনো বিকল্প নেই।

নইলে দেশের গণতন্ত্রকামী মানুষ গণতন্ত্র পুনরুদ্ধারে এই আওয়ামী লীগে নিশিরাতের সরকারকে গণঅভ্যুত্থানের মাধ্যমেই বিদায় করবে।

বুধবার (৮ জুন) দুপুরে ঢাকা মহানগর উত্তর বিএনপির মিরপুর থানার ৭, ১১, ১২ ও ১৩  নং ওয়ার্ড কমিটির সম্মেলন উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

ঢাকা-১৪ আসনের গত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী এস এ সিদ্দিক সাজুর সার্বিক তত্ত্বাবধানে দারুসসালাম এস এ খালেকের বাস ভবনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

আমান উল্লাহ আমান বলেন, ১৯৭১ সালে ৩০ লাখ মানুষ ও বহু মা বোনের ইজ্জতের বিনিময়ে আমাদের এই দেশকে আমরা স্বাধীন করেছি। ১৯৯০ এর স্বৈরাচার বিরোধী গণআন্দোলন করতে গিয়ে আমাদের বহু ভাই বোনদের রক্ত দিতে হয়েছে। তারপরও আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করেছি। ইনশাআল্লাহ এবারও আমাদের বিজয় হবে। এই অবৈধ নিশিরাতের আওয়ামী সরকারকে গণঅভ্যুত্থানের মাধ্যমেই বিদায় করে ছাড়বো।

প্রধান বক্তার বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক আওয়ামী সরকারের দুঃশাসনের চিত্র তুলে ধরে বলেন, এই অবৈধ আওয়ামী সরকারকে হঠানো এখন ঈমানী দায়িত্ব হয়ে গেছে। যখন রাজপথে নামার ডাক আসবে, তখন ঐক্যবদ্ধ ভাবে সবাইকে রাজপথে ঝাপিয়ে পড়তে হবে। তখন এ অবৈধ জালেম সরকার পালানোর পথ পাবে না।

বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য তাবিথ আউয়াল বলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সন্মেলনে সরাসরি ভোটের মাধ্যমে স্বচ্ছতা উপায়ে নেতা নির্বাচন করার দৃষ্টান্ত স্থাপন করেছে বিএনপি। আমি আশা করি আওয়ামী সরকার এ নির্বাচন অনুষ্ঠান দেখে স্বচ্ছ নির্বাচনের মনোভাব তারা চিন্তা করবে। তাদের শুভবুদ্ধির বোধদয় হবে। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেবার গণতন্ত্র চর্চায় তারা এগিয়ে আসবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, আতিকুল ইসলাম মতিন, আতাউর রহমান চেয়ারম্যান, মোস্তাফিজুর রহমান সেগুন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, মোয়াজ্জেম হোসেন মতি, এস এ সিদ্দিক সাজু, আফাজ উদ্দিন, কাউন্সিলর আলী আকবর আলী, আলাউদ্দিন সরকার টিপু, হাজী ইউসুফ, সেলিম দেওয়ান গিয়াস, হুমায়ুন কবির রওশন, দেলোয়ার হোসেন দুলু, তুরাগ থানা বিএনপির হাজী জহিরুল ইসলাম জহির, স্বেচ্ছাসেবকদল নেতা সাইদুল ইসলাম সাইদুল, রাজীব আহম্মেদ, যুবদলের সোলায়মান দেওয়ানসহ বিভিন্ন থানা বিএনপির নেতারা।  

সম্মেলনে ওয়ার্ড আহ্বায়ক কমিটির সদস্যরা ব্যালটের মাধ্যমে সরাসরি ভোটে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নেতা নির্বাচিত করেন।

প্রসঙ্গত, ঢাকা মহানগর উত্তর বিএনপির আটটি সাংগঠনিক জোনের ২৬টি থানাধীন ৭১টি ওয়ার্ডের সম্মেলন গত ১ জুন শুরু হয়ে আগামী ২৫ জুন পর্যন্ত চলবে।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, জুন ০৮, ২০২২
এমএইচ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।