ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সিলেটে জাবি ছাত্রলীগের ত্রাণ বিতরণ

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, জুন ২৪, ২০২২
সিলেটে জাবি ছাত্রলীগের ত্রাণ বিতরণ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি): সিলেটের সুনামগঞ্জের ৫ শতাধিক বন্যার্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করছে বাংলাদেশ ছাত্রলীগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার নেতারা।

বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরের পর থেকে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতারা।

এ সময় সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার কুষ্টিবাড়ি, ধরাপপুর ও নওয়াগাও এলাকায় খাবার বিতরণ করা হয়।

এর আগে বৃহস্পতিবার ভোরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই নেতা, কর্মীদের নিয়ে ছুঁটে যান সিলেটের বন্যা কবলিত এলাকা সুনামগঞ্জের উদ্দেশ্যে। পরে সেখানে ৫ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন তারা। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চিড়া, মুড়ি, পানি, গুড়, খাবার স্যালাইন, মোমবাতি, ম্যাচ বক্স, বিস্কুট ও পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেট।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল বলেন, সিলেটের ভয়াবহ বন্যা পুরো দেশবাসীকে কাঁদিয়েছে। আমরা বাংলাদেশ ছাত্রলীগ জাতির যেকোনো দুর্যোগে, সংগ্রামে ও সংকটে পাশে থাকি। তারই ধারাবাহিকতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে সুনামগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে পানিবন্দীদের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছি।  

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন বলেন, শেখ হাসিনার উপহার নিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী আমরা বন্যাকবলিত মানুষের পাশে আছি। আজ সিলেটের প্রত্যন্ত অঞ্চলের ৫ শতাধিক পরিবারের মাঝে উপহার বিতরণ করেছি। মানবতার সেবায় ছাত্রলীগ সবসময়ই নিয়োজিত থাকে। মানুষের বিপদে ছাত্রলীগ সামনের সারিতে থেকে দায়িত্ব পালন করেছে। ভবিষ্যতেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রতিটি নেতা কর্মী মানবতার পক্ষে কাজ করে যাবে।  

এ সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ কর্মী সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, আরিফুল ইসলাম প্রিতম, এনামুল হক এনাম, আররাফি চৌধুরী, রাকিবুল ইসলাম সজীব, আসিফ মাহাদী আবীর, মাহফুজুর রহমান, কাজল মিয়া, চিন্ময় সরকার ও সৌরভ কাপালি।  

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, জুন ২৪, ২০২২ 
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।