ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

১ লাখ ৭০ হাজারের বেশি বৃক্ষরোপণ করলো যুবলীগ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, জুলাই ১৭, ২০২২
১ লাখ ৭০ হাজারের বেশি বৃক্ষরোপণ করলো যুবলীগ

ঢাকা: সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গত ২০ জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত যুবলীগের নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থানে ১ লাখ ৭০ হাজার ৩২টি বৃক্ষরোপণ করেছে। যুবলীগের এ বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রয়েছে।

রোববার (১৭ জুলাই) যুবলীগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গত ২০ জুন হাতিরঝিলের প্লাটিনাম পার্কে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

উদ্বোধনী অনুষ্ঠানে শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল যুবলীগের সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ীদের আষাঢ়-শ্রাবণ-ভাদ্র এই তিন মাসব্যাপী কমপক্ষে একটি ফলজ, একটি বনজ ও একটি ভেষজ গাছ লাগানোর আহ্বান জানান।

ইতোমধ্যে কেন্দ্রীয় যুবলীগ দুই হাজারটি, ঢাকা মহানগর যুবলীগ উত্তর পাঁচ হাজারটি, ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ তিন হাজারটি, বাগেরহাট জেলা আট হাজার ৫০০টি, ঝিনাইদহ জেলা পাঁচ হাজারটি, কুষ্টিয়া জেলা ১৭ হাজার ৫০০টি, চুয়াডাঙ্গা জেলা সাত হাজারটি, যশোর জেলা ৬০০টি, নড়াইল জেলা ১০ হাজারটি, মাগুরা জেলা পাঁচ হাজারটি, নওগাঁ জেলা এক হাজারটি, পাবনা জেলা পাঁচ হাজারটি, বগুড়া জেলা ৫০০টি, গাইবান্ধা জেলা পাঁচ হাজারটি, কুড়িগ্রাম জেলা দুই হাজার ৫০০টি, দিনাজপুর জেলা ৮০০টি, রাজশাহী জেলা এক হাজার ৫০০টি, নীলফামারী জেলা দুই হাজারটি, মানিকগঞ্জ জেলা ছয় হাজার ৪৫০টি, গাজীপুর মহানগর ১০ হাজারটি, টাঙ্গাইল জেলা আট হাজারটি, জামালপুর জেলা দুই হাজারটি, শেরপুর জেলা দুই হাজার ৫০০টি, ময়মনসিংহ মহানগর পাঁচ হাজারটি, ফরিদপুর জেলা ৭০০টি, মুন্সিগঞ্জ জেলা তিন হাজার ৫০০টি, কুমিল্লা মহানগর এক হাজার ৭৮২টি, ব্রাহ্মণবাড়িয়া জেলা পাঁচ হাজারটি, ফেনী জেলা আট হাজার ৪০০টি, নোয়াখালী জেলা ২০ হাজারটি, লক্ষ্মীপুর জেলা চার হাজার ৫০০টি, চাঁদপুর জেলা দুই হাজারটি, কুমিল্লা উত্তর জেলা ছয় হাজারটি, কুমিল্লা দক্ষিণ জেলা এক হাজার ৩০০টি, বরগুনা জেলা এক হাজারটি বৃক্ষরোপণ করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
                                    
বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, জুলাই ১৭, ২০২২
এসকে/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।