ঢাকা, রবিবার, ২৩ আষাঢ় ১৪৩১, ০৭ জুলাই ২০২৪, ২৯ জিলহজ ১৪৪৫

রাজনীতি

স্বেচ্ছাসেবক পার্টির নেতাকে ছুরিকাঘাত, গ্রেফতার ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, জুলাই ২২, ২০২২
স্বেচ্ছাসেবক পার্টির নেতাকে ছুরিকাঘাত, গ্রেফতার ১

 

স্টাফ করেসপন্ডেন্ট

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় স্বেচ্ছাসেবক পার্টির নেতা আবুল হাসনাত আজাত (৪৫) ও এক রিকশাচালককে ছুরিকাঘাত করার ঘটনার ২৭ দিন পর সেই মামলার আসামি আলমগীরকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২২ জুলাই) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জিএম আসলাম উজ্জমান।

এরআগে, বৃহস্পতিবার (২১ জুলাই) গভীর রাতে আশুলিয়ার গাজিরচটের আয়নাল মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আলমগীর চাঁদপুর জেলার হাইমচর থানার চরভাঙ্গা গ্রামের আহমদ চকিদারের ছেলে৷ তিনি আশুলিয়ার গাজিরচট এলাকায় থাকতেন। তিনি এই ঘটনায় মামলার আট নম্বর আসামি।  

ভুক্তভোগী আবুল হাসনাত আজাত স্বেচ্ছাসেবক পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি। এছাড়া আহত রিকশাচালক হলেন মনির হোসেন (৪০)।

পুলিশ জানায়, গত ২৫ জুন গভীর রাতে আশুলিয়ার শেরআলী মার্কেট এলাকায় রিকশা করে বাড়ির দিকে যাচ্ছিলেন হাসনাত আজাদ। পথে দুই যুবক তাদের রিকশার গতিরোধ করেন। রিকশা থেকে নামলে এক যুবক ছুরি দিয়ে হাসনাত ও রিকশাচালককে আঘাত করেন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা হয়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জিএম আসলাম উজ্জমান বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা গভীর রাতে অভিযান পরিচালনা করে আলমগীরকে গ্রেফতার করি। আজ তাকে আদালতে পাঠানো হবে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলমান থাকবে।

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, জুলাই ২২, ২০২২
এসএফ/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ