ব্রাহ্মণবাড়িয়া: নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘বিশ্ব পরিস্থিতিকে মাথায় রেখে বাংলাদেশের ওপর যেন কোনো আঘাত না আসে, সেজন্য সরকার কিছু আগাম পদক্ষেপ নিয়েছে। এটিকে দেশবিরোধী রাজনীতিকরা সংকট বলছেন।
‘বাংলাদেশের মানুষ যেন ভবিষ্যতে কোনো সংকটে না পড়ে, সরকার সেই ব্যবস্থা নিয়েছে। যারা সংকটের কথা বলছেন, তারা রাজনৈতিকভাবে সংকটে পড়ে অপপ্রচার চালাচ্ছেন,’ যোগ করেন প্রতিমন্ত্রী।
বুধবার (২৭ জুলাই) দুপুর দেড়টায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
ব্রাহ্মণবাড়িয়ায় নিজস্ব জায়গায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় এটিই প্রথম। নান্দনিক এ রাজনৈতিক কার্যালয়টি হবে চারতলা বিশিষ্ট।
পরে প্রতিমন্ত্রী বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগের পুরোনো কার্যালয়টি ঘুরে দেখেন।
এসময় প্রতিমন্ত্রীর সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের সংসদ সদস্য এ বি তাজুল ইসলাম, বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক কাজী জাদিদ আল রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, জুলাই ২৭, ২০২২
এসআই