নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, আমার প্রতিদিনই মনে হয় আমি মারা যাবো। প্রতি রাতে সব নামাজ শেষে শোকরানা নামাজ পড়ি আজকের দিনটা বাঁচলাম বলে।
বুধবার ফতুল্লায় জাতীয় শোক দিবস উপলক্ষে দুঃস্থদের মাঝে চাল বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, যে এলাকা থেকে বড় হয়েছি সেখানকার প্রতি দায়িত্ব আছে। নিজ এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। নিজ এলাকা পরিষ্কার না থাকলে সে দুর্গন্ধ কী আপনার ঘরে আসবে না আসবে? আওয়ামী লীগ করার দরকার নেই। দেশের জন্য একটা ভালো কাজ করুন। একটা গাছও যদি লাগান কাজে দেবে। মাদকের পেছনে টাকা নষ্ট না করে দুশ টাকার পোনা মাছ কিনে নদীতে ছেড়ে দাও।
তিনি আরো বলেন, অক্টোবর থেকে মাঠে নামব। জানি না কে ভালো কে খারাপ। আমার সামনে সবাই ভালো সাজে। চুপচাপ এলাকায় এলাকায় একা গিয়ে রাতে খবর নেব।
শেখ হাসিনা একজন এতিম। আপনারা তার জন্য দোয়া করবেন। তার স্বপ্ন প্রতিটা মানুষের মাথায় ছাদ থাকবে, পেটে ভাত থাকবে।
বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২২
এমআরপি/এসআইএস