যশোর: যশোরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা থেকে বার্মিজ চাকুসহ তিন কিশোরকে আটক করেছে পুলিশ। আটকরা কিশোর গ্যাংয়ের সদস্য বলে দাবি পুলিশের।
বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে সামনে আলোচনা সভা চলাকালে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো— যশোর শহরের পুলেরহাট গ্রামের মৃত আব্দুর রবের ছেলে কোরবান আলী (১৬), একই গ্রামের আকতারুজ্জানের ছেলে রাফি ও মন্ডলগাতি গ্রামের হাসান সরদারের ছেলে রাকিব সরদার।
যশোর কোতয়ালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামান বাংলানিউজকে বলেন, বিএনপির অনুষ্ঠানে এলোমেলোভাবে চলাচল করছিল ওই তিনি কিশোর। সন্দেহ হলে তাদের দেহ তল্লাশি করে বার্মিজ চাকু পাওয়া যায়। তাদের আটক করে থানায় নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ২৩৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২২
এমজেএফ