ঢাকা: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুর দেখানো পথ ধরে শেখ হাসিনা এগিয়ে যাচ্ছেন। আপনারা খেয়াল করলে দেখবেন, সবসময়ই এই দলটির ওপর আক্রমণ বেশি হয়েছে।
শুক্রবার (০২ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে ঢাকাস্থ খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরামের সাধারণ সভা ও নির্বাচন ২০২২ উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
ফরহাদ হোসেন বলেন, আমার জীবনের একটি সময় সাংবাদিকতা করে কেটেছিল, তাই আপনাদের প্রতি আমার বিশেষ দুর্বলতা আছে। প্রতি মুহুর্তে এই পেশাটি প্রশিক্ষণ নির্ভর হচ্ছে। জার্নালিজমের ওপর ভিত্তি করেই গণতন্ত্র এগিয়ে যায়। সেজন্য আপনাদের ভূমিকা অত্যন্ত গুরত্বপূর্ণ।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, সময়ের সঙ্গে অনেক কিছু পরিবর্তন হচ্ছে। অনেকগুলো নতুন-নতুন মিডিয়া এসেছে। অনলাইন এসেছে। সেগুলোতে আবার কাজের ধরন ভিন্ন। সেজন্য, আপনাদের কম্পিটিটিভ স্টাডি করতে হবে। অন্যদেশে কি হচ্ছে, সে তুলনায় আমাদের কি অবস্থা এ বিষয়ে জ্ঞান রাখতে হবে।
সাংবাদিকতায় ঝুঁকি কমেছে উল্লেখ করে তিনি বলেন, যেহেতু জঙ্গিবাদ নেই, যেহেতু সন্ত্রাসবাদ কঠিনভাবে দমন করা হয়েছে, কাজেই সাংবাদিকতায় ঝুঁকি কমেছে। আমরা আগে যেমন দেখতাম, এখন তেমন ঝুঁকি নেই।
দেশের অবকাঠামোগত উন্নয়নের কথা উল্লেখ করে সাংবাদিকদের উদ্দেশে ফরহাদ হোসেন বলেন, এগুলো কিন্তু আপনাদের ভূমিকায়, লেখা-লেখির ফলে সম্ভব হয়েছে।
তিনি বলেন, আমরা যে যেই আদর্শের হই না কেন, আমাদের বঙ্গবন্ধুর এবং মুক্তিযুদ্ধের চেতনার আদর্শকে বুকে নিয়ে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। এছাড়া দেশকে এগিয়ে নেওয়া সম্ভব না।
সভায় নিউজ টুয়েন্টিফোরের নির্বাহী সম্পাদক ও খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরামের সভাপতি রাহুল রাহার সভাপতিত্বে বিভিন্ন স্তরের সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন৷
বাংলাদেশ সময়: ১৪১০ ঘন্টা, ২ সেপ্টেম্বর, ২০২২
এমকে/ইআর