ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

গয়েশ্বর রায়ের বাড়ির গ্যাস সংযোগ কেটে দিল তিতাস

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২২
গয়েশ্বর রায়ের বাড়ির গ্যাস সংযোগ কেটে দিল তিতাস

ঢাকা: দুই বছরেরও বেশি সময় বিল বকেয়া থাকায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বাড়ির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।  

তিতাস গ্যাস কর্তৃপক্ষের দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩০ মাসের বিল বাকি থাকায় সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে তিতাস গ্যাসের ধানমন্ডি জোন অফিস গয়েশ্বরের শেরেবাংলা রোডের বাসায় অভিযান চালিয়ে সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের বাসায় সাতটি ডবল বার্নারের জন্য বকেয়া বিল ছিল ১ লাখ ৭০ হাজার ৩৬৮ টাকা। তিনি সর্বশেষ বিল জমা দিয়েছেন ২০২০ সালের জানুয়ারি মাসে। চলতি বছরের জুলাই পর্যন্ত দীর্ঘ ৩০ মাস কোনো বিল পরিশোধ না করলেও নিয়মিত চুলাগুলো ব্যবহার করছিলেন।

সংযোগ বিচ্ছিন্ন করার বিষয়ে জানতে বারবার কল করেও গয়েশ্বর চন্দ্র রায়ের সাড়া মেলেনি।  

বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২২
এমএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।