ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘শাহ মোয়াজ্জেম হোসেন ছিলেন কিংবদন্তীতূল্য রাজনীতিবিদ’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২২
‘শাহ মোয়াজ্জেম হোসেন ছিলেন কিংবদন্তীতূল্য রাজনীতিবিদ’

ঢাকা: দেশের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপপ্রধানমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এমপি।

বুধবার (১৪ সেপ্টেম্বর) এক শোকবার্তায় প্রয়াতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

শোকবার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, শাহ মোয়াজ্জেম হোসেন ছিলেন কিংবদন্তিতূল্য রাজনীতিবিদ। ভাষা আন্দোলন, ছয় দফা আন্দোলন ও স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে। মানুষের অধিকার আদায়ের জন্য আজীবন সংগ্রাম করেছেন তিনি। দেশ ও দেশের মানুষের জন্য পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের উন্নয়নের কীর্তিতে অসামান্য অবদান রেখেছেন তিনি। এছাড়া, জাতীয় পার্টিকে গণমানুষের দলে পরিণত করতে অসীম ভূমিকা রেখেছেন শাহ মোয়াজ্জেম হোসেন। তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহসাই পূরণ হবার নয়।

শাহ মোয়াজ্জেম হোসেনের মৃত্যুতে একইভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি।

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২২
এসএমএকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।