ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বুলুকে দেখতে হাসপাতালে খসরু-টুকু

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২২
বুলুকে দেখতে হাসপাতালে খসরু-টুকু

ঢাকা: কুমিল্লার মনোহরগঞ্জে সন্ত্রাসী হামলায় আহত বিএনপির ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুকে দেখতে হাসপাতালে যান দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু।  

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে যান তারা।

এ সময় তারা চিকিৎসকদের কাছ থেকে বরকত উল্লাহ বুলুর শারীরিক অবস্থার খোঁজ নেন ও তার পাশে কিছুটা সময় অতিবাহিত করেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ১৭ সেপ্টেম্বর বিকেলে নোয়াখালীর বেগমগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে কুমিল্লার মনোহরগঞ্জের বিপুলাসার বাজারে বরকত উল্লাহ বুলু ও বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে।  

এ ঘটনায় আহত বুলুর স্ত্রী শামীমা বরকত, চৌমুহনী পৌরসভা ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তফা, রসুলপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি ফারুক আহমেদকেও এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা এ অতর্কিত হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন বিএনপি নেতারা।

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২২
এমএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।