মেহেরপুর: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি বলেছেন, বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্টায় নারীরা আজ জেগে উঠেছেন। এদেশের নারীদের ক্ষমতায়নের জন্য প্রধানমন্ত্রী সব ধরনের পদক্ষেপ নিয়েছেন।
শুক্রবার বিকেলে মুজিবনগর সরকারি কলেজ মাঠে মুজিবনগর উপজেলা মহিলা যুবলীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
মুজিবনগর উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক তহমিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও প্রতিমন্ত্রী পত্নি সৈয়দা মোনালিসা ইসলাম।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এখন বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল। প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় দেশ এখন নিম্ন আয়ের দেশ থেকে ইতোমধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে।
তিনি বলেন, আগে শিশুদের বই পেতে বছরের মধ্যভাগ পেরিয়ে যেত। অথচ আমাদের ছেলে মেয়েরা এখন বছরের শুরুতে বই হাতে পায়। তিনি বলেন, সরকার সকল ক্ষেত্রে এগিয়ে চলেছে।
আগামীতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নারীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
সমাবেশটি সঞ্চালনায় ছিলেন, মুজিবনগর উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী তকলিমা খাতুন।
এর আগে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার পুরাতন মধ্যডাঙ্গা হয়ে বসন্তপুর যাতায়াতের ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শন করেন। সড়কের সংস্কার করার আশ্বাস দেন তিনি।
এ সময় জেলা প্রশাসক ডা. মোহাম্মদ মুনসুর আলম খান ও পুলিশ সুপার রাফিউল আলম প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন।
বাংলাদেশ সময়: ১০৩২ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২২
এসআইএস