ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

জাতীয় সরকার-দ্বিকক্ষ সংসদ বিষয়ক মতবিনিময় 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, অক্টোবর ১, ২০২২
জাতীয় সরকার-দ্বিকক্ষ সংসদ বিষয়ক মতবিনিময় 

ময়মনসিংহ: ময়মনসিংহে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনদের সঙ্গে জাতীয় সরকার গঠন ও দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ বিষয়ক মতবিনিময় সভা করেছে বিএনপির মিডিয়া সেল।  

শনিবার (০১ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব অডিটোরিয়ামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

জবাবদিহিমূলক রাষ্ট গঠনে অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন পরবর্তীতে জাতীয় সরকার এবং দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ অপরিহার্য র্শীষক এই মতবিনিময় সভা করা হয়।  

এতে সভাপতিত্ব করেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।  

মিডিয়া সেলের সদস্য সাংবাদিক কাদের গণি চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সচিব সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।  

সভায় বক্তব্য রাখেন প্রফেসর ড. আবুল হাসেম, অ্যাড. নূরুল হক, ডা. সায়ম মনোয়ার, প্রবীণ সাংবাদিক বাবু সুপ্রিয় ধর বাচ্চু ও গণঅধিকার পরিষদের আহ্বায়ক রাহাত জাহান।  

এ সময় উপস্থিত বিশিষ্টজনরা বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থার যুগোপযোগী সংস্কারে জাতীয় সরকার গঠন ও দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠনে একমত হয়ে নানা ধরনের পরামর্শ তুলে ধরেন।  

সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির মিডিয়া সেলের কো-অর্ডিনেটর প্রফেসর ড. মোর্শেদ খান ও সদস্য ব্যারিস্টার মীর হেলাল।

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২২
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।