ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

বিএনপি-জামায়াতের অস্বাভাবিক ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে: ইনু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২২
বিএনপি-জামায়াতের অস্বাভাবিক ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে: ইনু বক্তব্য রাখছেন হাসানুল হক ইনু।

বগুড়া: আগামী সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপি-জামায়াতের অস্বাভাবিক ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে বলে জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ৷ 

শনিবার (০৮ অক্টোবর) দুপুরে বগুড়া শহীদ টিটু মিলনায়তনে জাসদের রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক তথ্যমন্ত্রী এ কথা বলেন।

হাসানুল হক ইনু বলেন, সরকার উৎখাতে বিএনপি-জামায়াত রাজাকারদের যে আন্দোলন, সেখানে জনগণের সংকট মোকাবিলার কোন জাদুর কাঠি নেই৷ অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে তারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে।

১৯৭৫ সালের পর সামরিক জান্তা সরকার জিয়া এই দেশে মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রের সরকার হটিয়ে রাজাকার আলবদরদের ক্ষমতায় বসিয়েছিল। তার দোসররা আজ রাষ্ট্রের অস্তিত্ব ধ্বংসের পাঁয়তারা করছে।

তিনি বলেন, আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের অস্বাভাবিক ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। যারা শেখ হাসিনা সরকারের বদলে রাজাকারদের দলকে ক্ষমতায় আনতে চায় তাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকতে হবে৷ ৫০ বছরের স্বাধীন বাংলাদেশের অনেক অগ্রগতি হলেও এখনো বেশ কয়েকটি ঝুঁকি ও বিপদের মধ্যে আছে। এখনো সাংবিধানিক ধারা বানচালের চক্রান্ত চলছে। দেশ বিরোধী ওই চক্রটি এখনো মীমাংসিত বিষয়টি অমীমাংসিত করতে চায়। এছাড়াও বাজার সিন্ডিকেট কারসাজি, রাষ্ট্রীয় সম্পদ লুটেরা চাটার দল দেশকে হুমকির দিকে ঠেলে দিতে আবারো সক্রিয় হয়ে উঠেছে। তাদের রুখতে জাসদসহ ১৪ দলের প্রত্যককে সক্রিয় থাকতে হবে।  

তিনি আরও বলেন, করোনা ও বৈশ্বিক মন্দার দেশসহ সারা পৃথিবী হিমশিম খাচ্ছে তাই দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর হতে হবে। জাসদ সব সময় ন্যায় ও নীতির পক্ষে কাজ করে। তাই সংগঠনের সবাইকে এই ক্রান্তিলগ্নে এগিয়ে এসে সব সমস্যা মোকাবেলা করার আহ্বান জানান তিনি।

বগুড়া জেলা জাসদের সভাপতি একেএম রেজাউল করিম তানসেনের সভাপতিত্বে রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন জাসদের সাধারণ সম্পাদক সাংসদ শিরীন আখতার।  

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আব্দুল হাই তালুকদার, শ্যামল কুমার রায়, শফি উদ্দিন মোল্লা, সাইফুজ্জামান বাদশা, আব্দুল্লাহিল কাইয়ুম, রোকনুজ্জামান, জাহাঙ্গীর আলম, আব্দুল লতিফ পশারী ববি প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২২
কেইউএ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।