ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

কুড়িগ্রামে জাপায় যোগ দিলেন বিএনপির ৫ শতাধিক নেতাকর্মী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২২
কুড়িগ্রামে জাপায় যোগ দিলেন বিএনপির ৫ শতাধিক নেতাকর্মী বিএনপির নেতাকর্মীদের শুভেচ্ছা জানাচ্ছেন জাপার নেতারা।

কুড়িগ্রাম: কুড়িগ্রামে জাতীয় পার্টিতে (জাপা) যোগ দিয়েছেন নাগেশ্বরী উপজেলা বিএনপির ৫ শতাধিক নেতাকর্মী।

শনিবার (০৮ অক্টোবর) দুপুরে কুড়িগ্রাম পুরাতন রেলস্টেশন চত্বরে নাগেশ্বরী পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আব্দুর রহমানের সভাপতিত্বে এ যোগদান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপার কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও কুড়িগ্রাম-১ আসনের সাবেক সাংসদ এ.কে.এম মোস্তাফিজুর রহমান মোস্তাক।

উপস্থিত ছিলেন অধ্যক্ষ রুহুল আমিন মণ্ডল রেজা, নেওয়াশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন, নাগেশ্বরী উপজেলা যুব সংহতির আহ্বায়ক শফিকুল ইসলাম মানিক, কচাকাটা থানা জাপা যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ হাফিজুর রহমান, ভূরুঙ্গামারী উপজেলার জাপা সভাপতি ওয়াহেদুজ্জামান সরকার প্রমুখ।

যোগদান অনুষ্ঠানে কুড়িগ্রাম-১ আসনের বিএনপির দুর্গ বলেন, পরিচিত নাগেশ্বরী উপজেলার নারায়রপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ফরিদুল ইসলাম জোদ্দার, রফিকুল ইসলাম মাস্টার ও ডা. মহসিন আলীর নেতৃত্বে বিএনপির ৫ শতাধিক নেতাকর্মী প্রধান অতিথির হাতে ফুলের তোড়া দিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেন। জাতীয় পার্টির পক্ষ থেকেও তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এ সময় প্রধান অতিথি সাবেক সাংসদ এ.কে.এম মোস্তাফিজুর রহমান বলেন, এ অঞ্চলের মানুষ আগে থেকেই জাপার ওপর আস্থাশীল। এছাড়া আগামীতে জাতীয় পার্টির সুদিন আসছে। আর সে কারণে বিভিন্ন দল থেকে নেতাকর্মীরা এখন জাপায় যোগ দিচ্ছেন।

বাংলাদশে সময়: ১৮১১ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২২
এফইএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।