ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

লক্ষ্মীপুরে যুবলীগ নেতা হত্যা মামলায় গ্রেফতার ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৩ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২২
লক্ষ্মীপুরে যুবলীগ নেতা হত্যা মামলায় গ্রেফতার ৩ প্রতীকী ছবি

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে যুবলীগ নেতা আলাউদ্দিন পাটওয়ারী হত্যা মামলার দুই আসামিসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।  

মঙ্গলবার (১১ অক্টোবর) লক্ষ্মীপুর ও জেলার বাইরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- যুবলীগ নেতা হত্যা মামলার ১২ নম্বর আসামি সুমন ও ১৪ নম্বর আসামি সাইফুল। এদের মধ্যে সুমন লক্ষ্মীপুরের বশিকপুরের নন্দী গ্রামের দুলালের ছেলে ও সাইফুল একই জেলার রামগঞ্জ উপজেলার বদরপুর গ্রামের আবদুল মান্নানের ছেলে। এর আগে সম্প্রতি জাবেদ নামে আরও এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।  

এছাড়া বশিকপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ওরফে কসাই হারুন হত্যার ঘটনায় আবদুল মান্নান নামে আরেকজনকে গ্রেফতার করা হয়েছে।

লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার (এসপি) মাহফুজ্জামান আশরাফ রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি জানান, আলাউদ্দিন হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে হারুন হত্যা মামলার আসামি মান্নানকেও গ্রেফতার করা হয়। মান্নানের নামে থানায় দু’টি হত্যাসহ কয়েকটি মামলা রয়েছে।

গত ৩০ সেপ্টেম্বর রাতে বশিকপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আলাউদ্দিনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। পরদিন তার ছেলে মেহেদি হাসান আকাশ বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ ও ২০ জনকে অজ্ঞাত করে চন্দ্রগঞ্জ থানায় মামলা দায়ের করেন।  

এ ঘটনায় জাবেদ নামে এজহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়।  

এছাড়া ২০২১ সালের ০৪ আগস্ট রাতে বশিকপুর ইউনিয়নের ফতেহপুর আওয়ামী লীগ নেতা কসাই হারুনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পরদিন নিহতের ছেলে আল আমিন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় অজ্ঞাত ৬-৭ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ০৮৩০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।