ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

মহিলা দলের ১৩ থানার কমিটি বিলুপ্ত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২২
মহিলা দলের ১৩ থানার কমিটি বিলুপ্ত

ঢাকা: জাতীয়তাবাদী মহিলা দল ঢাকা মহানগর উত্তরের ১৩টি থানার কমিটি বিলুপ্ত করা হয়েছে।

শনিবার (১৫ অক্টোবর) মহিলা দল ঢাকা মহানগর উত্তরের আহবায়ক চৌধুরী নায়েবা ইউসুফ ও সদস্য সচিব অ্যাডভোকেট রুনা লায়লার সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- মহিলা দল ঢাকা মহানগর উত্তরের আওতাধীন আদাবর, শেরে বাংলানগর, তেজগাঁও, মোহাম্মদপুর, তেজগাঁও শিল্পাঞ্চল, হাতিরঝিল, কাফরুল, মিরপুর, পল্লবী, রূপনগর, শাহআলী, ভাষানটেক ও ক্যান্টনমেন্ট থানার বিদ্যামন কমিটি কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।

এতে আরও বলা হয়, মহিলা দলের সাংগঠনিক শক্তি গতিশীল করার লক্ষ্যে সব থানা ও ওয়ার্ডসমূহে সম্মেলন/কর্মী সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের কাজ শিগগিরই শুরু হবে।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২২
এমএইচ/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।