ঢাকা, শুক্রবার, ১৯ আশ্বিন ১৪৩১, ০৪ অক্টোবর ২০২৪, ০০ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

হামলা ঠেকাতে লাঠি মিছিল নিয়ে সমাবেশে বিএনপি নেতাকর্মীদের ঢল 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২২
হামলা ঠেকাতে লাঠি মিছিল নিয়ে সমাবেশে বিএনপি নেতাকর্মীদের ঢল 

ময়মনসিংহ: ময়মনসিংহে বিএনপির সমাবেশে আসা নেতাকর্মীদের ঢল নেমেছে সমাবেশস্থলের আশপাশের এলাকায়।  

এদিকে হামলা ঠেকাতে দলে দলে পতাকাসহ লাঠি মিছিল নিয়ে নেতাকর্মীদের জড়ো হতে দেখা যায়।

 

শনিবার (১৫ অক্টোবর) দুপুর দেড়টার দিকে এই চিত্র দেখা যায় ময়মনসিংহ নগরীর চরপাড়া, মাসকান্দা ও পলিটেকনিক‍্যাল কলেজের আশপাশের এলাকায়।  

এর আগে সকাল থেকেই বৃহত্তর ময়মনসিংহের ৬ জেলা থেকে দলে দলে হাজার হাজার নেতাকর্মী ময়মনসিংহ নগরীতে প্রবেশ করতে শুরু করে।  

এ সময় নগরীর শম্ভুগঞ্জ, মাসকান্দা বাইপাস, রহমতপুর বাইপাসসহ নগরীর সব ক'টি প্রবেশ পথে সব ধরনের যানবাহন আটকে দেওয়া হয়।  

সমাবেশে আসা নেতাকর্মীদের অভিযোগ, সমাবেশে জনস্রোত ঠেকাতে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা পথে পথে হামলা করছে, যানবাহন বন্ধ করে দিয়েছে।  

এর আগে গত রাতে ময়মনসিংহ নগরীর বেশ কয়েকটি স্থানে বিএনপির নেতাকর্মীদের ওপর ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনা ঘটে বলেও জানান বিএনপির নেতাকর্মীরা।  

বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স অভিযোগ করে বলেন, সমাবেশের জনস্রোত ঠেকাতে ক্ষমতাসীন দলের পক্ষ থেকে ময়মনসিংহে অঘোষিত হরতাল চলছে। কিন্তু কোনো বাধাই নেতাকর্মীদের আটকাতে পারেনি। সব বাধা উপেক্ষা করে পায়ে হেঁটেই হাজার হাজার নেতাকর্মী সমাবেশস্থলে উপস্থিত হয়ে জনসমুদ্রের সৃষ্টি করছে।  

এদিকে সমাবেশকে কেন্দ্র করে ময়মনসিংহ নগরীর রাজপথ থেকে শুরু করে অলিগলিতেও উপচে পড়ছে জনতার ঢল।  

তবে সকাল থেকে এখন পর্যন্ত বিএনপির সমাবেশকে কেন্দ্র করে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।  

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।