ঢাকা, শুক্রবার, ১৬ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

নাটক সাজিয়ে জনতার স্রোত ঠেকানো যাবে না: আবু নাসের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২২
নাটক সাজিয়ে জনতার স্রোত ঠেকানো যাবে না: আবু নাসের

বরিশাল: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতুল্লাহ বলেছেন, বিএনপির ঘাঁটি বরিশালে কথিত ধর্মঘটের নাটক সাজিয়ে ৫ নভেম্বরের গণসমাবেশে জনতার স্রোত ঠেকান যাবে না। অন্য বিভাগে পারে নাই, বরিশালেও পারবে না।

আগামী ৫ নভেম্বর বিএনপির বরিশাল বিভাগীয় গণসমাবেশ। এ কর্মসূচি সফল করার লক্ষ্যে শুক্রবার (২৮ অক্টোবর) দুপুরে নগরের সদর রোডে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় এসব কথা বলেন আবু নাসের।

তিনি বলেন, নিশিরাতের অবৈধ ভোটের সরকার জনতার সমাবেশকে ভয় পায়। তাই গণসমাবেশ এলেই ধর্মঘটের নাটক সাজায়। কিন্তু জনগণ সব বাধা উপেক্ষা করে আগামী ৫ নভেম্বর বরিশালের গণসমাবেশকে জনসমুদ্রে পরিণত করবে।

বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সমাবেশ বাস্তবায়নের আহ্বান জানান আবু নাসের। নিরলসভাবে সব ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের কাজ করে যেতেও নির্দেশ দেন তিনি।

প্রস্তুতি সভায় ৬ ওয়ার্ডের নেতাকর্মীদের বিভিন্ন নিক নির্দেশনাও দেন নাসের।

বরিশাল মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক আলহাজ্ব কে.এম শহিদুল্লাহ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপি আহ্বায়ক মো. মনিরুজ্জামান খান ফারুক, মহানগর বিএনপি সিনিয়র সদস্য আ.ন.ম সাইফুল আহসান আজিম, অ্যাডভোকেট ইমন চাকলাদার, জাহানারা বেগম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২২
এমএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।