ঢাকা, শুক্রবার, ১৬ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

৭০০ রিকশা-ভ্যানে রংপুরে গেলেন সৈয়দপুর বিএনপির নেতা-কর্মীরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২২
৭০০ রিকশা-ভ্যানে রংপুরে গেলেন সৈয়দপুর বিএনপির নেতা-কর্মীরা

নীলফামারী: পরিবহন ধর্মঘট। তবুও যেতে হবে রংপুরে বিএনপির গণসমাবেশে।

তাই এই গণসমাবেশে যোগ দিতে নীলফামারীর সৈয়দপুরের হাজার হাজার নেতা-কর্মী ব্যাটারিচালিত রিকশা-ভ্যানে রওনা দিয়েছেন। প্রায় ৭০০ রিকশা-ভ্যানের বহরটির নেতৃত্ব দেন সৈয়দপুর জেলা বিএনপির নেতা আব্দুল খালেক ও উপজেলা বিএনপির আহ্বায়ক রেজাউল করিম লোকমান।

শনিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে সৈয়দপুরশহরের কামারপুকুর, চিকলী ও খিয়ার জুম্মা নামক স্থান থেকে রংপুরের উদ্দেশ্যে রওনা দেয় ব্যাটারিচালিত রিকশা-ভ্যানগুলো।

সৈয়দপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল গফুর সরকার জানান, রংপুর পরিবহন মালিক-সমিতির ডাকা দুই দিনের ধর্মঘটের কারণে বাস-ট্রাক সড়কে চলাচল না করায় বিকল্প হিসেবে এই পন্থা অবলম্বন করা হয়েছে।

জেলা বিএনপির নেতা আব্দুল খালেক জানান, ৭০০ রিকশা-ভ্যানের বহরে সৈয়দপুরে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড এবং পৌর বিএনপির শত শত নেতা-কর্মীরা যোগ দিয়েছেন। ৩৪ কিলোমিটার রাস্তা যেতে প্রায় দুই ঘণ্টা সময় লাগবে। পথে আরও নেতা-কর্মী যোগ দেন।  

উপজেলা বিএনপির আহ্বায়ক রেজাউল করিম লোকমান জানান, ইতোমধ্যে রিকশা-ভ্যানের
বহরটি সমাবেশ স্থলে পৌঁছে গেছে।  

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২২
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।