ঢাকা, শুক্রবার, ১৬ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

ঢাকা জেলা আ.লীগের সভাপতি বেনজির, সম্পাদক তরুণ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২২
ঢাকা জেলা আ.লীগের সভাপতি বেনজির, সম্পাদক তরুণ বেনজির আহমেদ ও পনিরুজ্জামান তরুণ -ফাইল ছবি

ঢাকা: ক্ষমতাসীন আওয়ামী লীগের ঢাকা জেলা শাখার সম্মেলনের পর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন.কমিটিতে সভাপতি পদে পুনরায় দা‌য়িত্ব পে‌য়ে‌ছেন বেনজীর আহমদ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে পনিরুজ্জামান তরুণকে।

শনিবার (২৯অক্টোবর) বিকেলে রাজধানীর  আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে ঢাকা জেলা আওয়ামী লীগের এ সম্মেলনের প্রধান অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নতুন কমিটি সভাপতি সাধারণ সম্পাদকের নাম ঘোষণা দেন ৷

বেনজির আহমেদ এর আগেও অর্থাৎ সদ্য বিদায়ী কমিটিরও সভাপ‌তি ছিলেন। এই প‌দে প‌রিবর্তন না আনা হয়নি। ত‌বে বিদায়ী ক‌মি‌টির সাধারণ সম্পাদক ছিলেন মাহবুবুর রহমান। তার জায়গায় এবার পনিরুজ্জামান তরুনকে দায়িত্ব দেওয়া হলো।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২২
এসকে/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।