ঢাকা, শুক্রবার, ১৬ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: রহমতুল্লাহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২২
বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: রহমতুল্লাহ

বরিশাল: বিএনপির কেন্দ্রীয় নেতা আবু নাসের মো. রহমতুল্লাহ বলেছেন, সরকারের সব অপচেষ্টা ও অপকৌশল বানচাল করে বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশ জনসমুদ্রে পরিণত হবে। এজন্য বিএনপি কর্মীরা দিনরাত কাজ করে যাচ্ছেন।

বাস ও লঞ্চ চলাচল বন্ধ করে জনতার স্রোত ঠেকানো যাবে না।

শনিবার (২৯ অক্টোবর) বিকেলে বরিশাল সদর উপজেলার ০৪ নং শায়েস্তাবাদ ইউনিয়ন বিএনপির উদ্যোগে বরিশাল বিভাগীয় গণসমাবেশের প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।  

সভায় আরও বক্তব্য রাখেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট মজিবুর রহমান নানটু, সদস্য সচিব অ্যাডভোকেট আকতার হোসেন তালুকদার মেবুল, বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আমিন, সদস্য সচিব রফিকুল ইসলাম সেলিম, বিএনপি নেতা অ্যাডভোকেট নাজিম উদ্দিন আহমেদ পান্না, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলাম উজ্জল, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাসুল কবির ফরহাদ, ছাত্রদল সদর উপজেলা আহ্বায়ক আবদুল কাদের মোল্লা প্রমুখ।

সভায় কেন্দ্রীয় বিএনপি ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, এ বিনা ভোটের সরকারের অধীনে বিএনপি নির্বাচনে অংশ গ্রহণ করবে না।

এদিকে শনিবার দুপুরে বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত আইনজীবী সমিতির এনেক্স ভবনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আয়োজনে প্রতিনিধি সমাবেশে কেন্দ্রীয় বিএনপি ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, আগামী ৫ নভেম্বরের সমাবেশ হবে সরকার পতনের সমাবেশ। এ সমাবেশ হবে জনগণের মুক্তির সমাবেশ।

বরিশাল আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদের সঞ্চলনায় প্রতিনিধি সমাবেশে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট মহসিন মন্টু। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল।

প্রতিনিধি সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিনসহ বরিশাল বিভাগের ছয় জেলার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও সম্পাদক এবং সদস্যরা।

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২২
এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।