ঢাকা, শুক্রবার, ১৬ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

ওবায়দুল কাদেরের প্রশ্ন

বিএনপির সদস্যদের পদত্যাগে কি সংসদ অচল হয়ে যাবে?

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২২
বিএনপির সদস্যদের পদত্যাগে কি সংসদ অচল হয়ে যাবে? ছবি: জিএম মুজিবুর

ঢাকা: রংপুরের সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কেন্দ্র থেকে নির্দেশ দিলেই দলীয় সংসদ সদস্যরা পদত্যাগ করবেন। তারা যদি পদত্যাগ করেন-ই, তাহলে জাতীয় সংসদ অচল হয়ে যাবে কিনা প্রশ্ন করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাদুল কাদের।

রোববার (৩০ অক্টোবর) আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে জাতীয় সম্মেলন পূর্ব প্রস্তুতির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উল্টো প্রশ্ন করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, তাদের হুমকির কি আছে? তাতে কি সংসদ অচল হয়ে যাবে? তারা কয়জন? ৭ জন। সাতজন পদত্যাগ করলে সংসদ কি অচল হয়ে যাবে? পদত্যাগের ব্যাপারটা তাদের দলের সিদ্ধান্তের ব্যাপার। এটা আমাদের বিষয় না। ‌হারাধন গেলেও কি, না গেলেও কি, নির্বাচনের এক বছর বাকি।

বিএনপি বলেছে নির্বাচনে যাবে না। তাদের এক দাবি সরকারকে পদত্যাগ করতে হবে। এ ব্যাপারে করা প্রশ্নের উত্তরে আ.লীগ সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনের এখনও এক বছর বাকি। এখনও অনেক সময়। এর মধ্যে কত কিছু ঘটে যাবে। নাটকের পর নাটক। বিএনপি তো রঙ্গের রঙ্গে নাটক দেখায়। গতবারও আসবে না, আসবে না, পানি ঘোলা করে শেষ পর্যন্ত ঠিকই এসেছে। পরিস্থিতি কোথায় গিয়ে গড়ায় দেখুন। পদ্মা মেঘনা যমুনা মধুমতী জল। এই জল গড়িয়ে যাবে অনেক দূর। জল যাবে মিশে বঙ্গোপসাগরের সঙ্গে। কাজেই অপেক্ষা করুন। সময়ে অনেক কিছু বদলায়।

বিএনপির সমাবেশে ভয় পেয়ে পরিবহন বন্ধ করছে সরকার। দলটির এমন দাবির পরিপ্রেক্ষিতে ওবায়দুল কাদের বলেন, পরিবহনের লোকেরা বিএনপিকে ভয় পায়। কত ড্রাইভার-হেলপার পুড়িয়ে মেরেছে, ভয় পায় তারা বিএনপিকে।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সভায় উপস্থিত ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহ, আব্দুর রাজ্জাক, ফারুক খান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আব্দুর রহমান, জাহাঙ্গীর কবির নানক, কামরুল ইসলাম, উপদেষ্টা মণ্ডলীর সদস্য শাহাবুদ্দিন চুপ্পু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, দীপু মনি, বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন ও উপ-দপ্তর সম্পাদক সায়েম খান।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২২
এনবি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।