ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতিকে অব্যাহতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, নভেম্বর ১, ২০২২
রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতিকে অব্যাহতি ফয়সাল আলম সিকদার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল আলম সিকদারকে সংগঠনের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।  

মঙ্গলবার (১ নভেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

এতে উল্লেখ করা হয়, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল আলম শিকদারকে অব্যাহতি দেওয়া হলো। এছাড়া এখন থেকে রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বর্তমান রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি তানজির আহমেদ খান রিয়াজ।

এদিকে তানজির আহমেদ খান রিয়াজকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়ায় তার অনুসারীরা মিষ্টি বিতরণ করেছেন এবং তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, নভেম্বর ১, ২০২২
এমআরপি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।