ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

বরিশালের গণসমাবেশ বাস্তবায়নে মিডিয়া উপকমিটি গঠন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২২
বরিশালের গণসমাবেশ বাস্তবায়নে মিডিয়া উপকমিটি গঠন

ঢাকা: বরিশালে আগামী ৫ নভেম্বর অনুষ্ঠেয় বিএনপির বিভাগীয় গণসমাবেশ বাস্তবায়নে মিডিয়া উপকমিটি গঠন করা হয়েছে। এ কমিটির আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।

সদস্য সচিব হয়েছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিএনপির মিডিয়া সেলের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কমিটির অন্যরা হলেন- যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন খান, নুরুল আলম ফরিদ, আক্তার হোসেন মেবুল, মিজানুর রহমান খান মুকুল, মাকসুদুর রহমান।
 
সদস্য শেখ ফরিদ উদ্দিন রানা, নুরুল আমিন, তানভির আহমেদ, খান রুবেল এম মোফাজ্জল, জহির সাজ্জাদ হান্নান, ওমর সানি, মো. শামিম আহমেদ, মো. শামিম হোসেন, মনিরুজ্জামান খান, আসিফ আল মামুন, এনামুল হক রবিন, সালাহ উদ্দিন হিমেল আরেফিন তুষার, হাবিব সানি, মো. সেলিম হাওলাদার ও মাহামুদ হাসান তানজিল।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২২
এমএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।