ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

সমাবেশে যোগ দিতে ড্রামে নদী পার!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২২
সমাবেশে যোগ দিতে ড্রামে নদী পার!

বরিশাল:  ব‌রিশা‌লে সব ধর‌নের যাত্রীবা‌হী যান চলাচল বন্ধ থাকায় বি‌ভিন্ন পন্থায় বিএন‌পির সমা‌বেশস্থ‌লে আস‌ছেন নেতাকর্মীরা। কেউ নৌকায়, আবার কেউ ট্রলা‌রে চে‌পে ব‌রিশা‌লে আস‌ছেন।

আবার কেউবা ড্রা‌মের ভেলায়ও নদী পারপার হ‌চ্ছেন।

বিকেল পৌ‌নে ৩টায় ড্রা‌মের ওপর ভে‌সে নেতাকর্মীদের ব‌রিশালের মু‌ক্তি‌যোদ্ধা পার্ক সংলগ্ন নদী‌তে ট্রলার থে‌কে তী‌রে, আবার তীর থে‌কে ট্রলারে উঠতে দেখা গে‌ছে। আর এভা‌বে নদী পারাপার হয়ে সমা‌বেশস্থ‌লে আ‌সেন তারা।

ড্রা‌মে ভে‌সে আসা মো. র‌নি ব‌লেন, সরকার সবকিছু বন্ধ কর‌ছে যা‌তে সমা‌বেশস্থ‌লে আস‌তে না পা‌রি। ত‌বে ট্রলা‌রে রা‌তের আঁধা‌রে এ‌সে‌ছি, কিন্তু এখন দি‌ন, তাই ভিড়‌তে দি‌চ্ছে না তী‌রে। ফলে ড্রা‌মের ওপর ভে‌সে তী‌রে এ‌সে‌ছি। সমা‌বেশ সফল কর‌তেই হ‌বে আমা‌দের।

ড্রামে করে তীরে আসা শাওন নামে আরেকজন ব‌লেন, গণত‌ন্ত্র মুক্ত করার আ‌ন্দোল‌নে কো‌নো ছাড় নয়। খা‌লেদা জিয়া‌কে মুক্ত করার আ‌ন্দোলন চল‌বে।

এ‌দি‌কে সমা‌বেশ শুরু হওয়ার পরও অ‌নেক নেতাকর্মী নদী প‌থে সমা‌বেশস্থ‌লে আসছেন বি‌ভিন্ন উপা‌য়ে।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২২
এসএম/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।