ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

সিলেটে ছুরিকাঘাতে বিএনপি নেতা খুন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৬ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২২
সিলেটে ছুরিকাঘাতে বিএনপি নেতা খুন নিহত বিএনপি নেতা আ ফ ম কামাল

সিলেট: সিলেটে আ ফ ম কামাল নামে এক বিএনপি নেতাকে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। রোববার (০৬ নভেম্বর) রাত ৯ টার দিকে সিলেট এয়ারপোর্ট সড়কের খাসদবির এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত আ ফ ম কামাল (৪২) সিলেট সদর উপজেলার জালালাবাদ থানাধীন আলীনগর পালপুরের মৃত বাদশা মিয়ার ছেলে। তিনি সিলেট জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও সিলেট আইন কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ছিলেন।

সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাইনুল জাকির বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আ ফ ম কামাল নিজের প্রাইভেককারে চালানো অবস্থায় তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। পূর্ব বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২২৪৬ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২২
এনইউ/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।