ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

ফরিদপুরে সমাবেশের অনুমতি পেলো বিএনপি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২২
ফরিদপুরে সমাবেশের অনুমতি পেলো বিএনপি

ফরিদপুর: ফরিদপুরে বিএনপির গণসমাবেশের অনুমতি দিয়েছে প্রশাসন। আগামী ১২ নভেম্বর বিএনপির এ গণসমাবেশ অনুষ্ঠিত হবে।

 

প্রশাসনের অনুমতি পাওয়ার পর মঙ্গলবার (৮ নভেম্বর) সকাল থেকেই আব্দুল আজিজ ইনস্টিটিউট মাঠে স্টেজ তৈরির কাজ শুরু করা হয়েছে।  

এদিকে, বিএনপির পক্ষ থেকে জেলা শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠসহ চারটি স্থানে সমাবেশের জন্য আবেদন করা হলেও অনুমতি মিলেছে শহরের বাইরে কোমরপুরে অবস্থিত আব্দুল আজিজ ইনস্টিটিউট মাঠে।  

ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন বাংলানিউজকে জানান, সমাবেশের জন্য গত ১২ সেপ্টেম্বর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠ, অম্বিকা ময়দান, জনতা ব্যাংকের মোড় ও ফরিদপুর জিলা স্কুলের মাঠের যে কোনো একটি স্থান চেয়ে আবেদন করা হয়। কিন্তু সেই চারটি স্থানের কোনটিই তাদের দেওয়া হয়নি।  

তিনি বলেন, গণসমাবেশ ঠেকাতে নানা তৎপরতা চালাচ্ছে ক্ষমতাসীন দলের নেতারা। সব বাধা উপেক্ষা করে মহাসমাবেশ সফল করা হবে।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।