ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

বিএনপির দুই নেতাকে আটকের অভিযোগ

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২২
বিএনপির দুই নেতাকে আটকের অভিযোগ আলী আকবর চুন্নু

ঢাকা: জাতীয়তাবাদী যুবদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি আলী আকবর চুন্নু ও স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা রফিক হাওলাদারকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।  

তিনি বলেন, মঙ্গলবার (৮ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে রাজধানীর মোহাম্মদপুর নিজস্ব অফিস থেকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে গেছে চুন্নুকে।

এছাড়া স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি রফিক হাওলাদারকে বিকেলে হাইকোর্ট এলাকা থেকে পুলিশ আটক করেছে।  

রিজভী এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, সরকার ক্ষমতা দখলে রাখার জন্য মরণ খেলায় মেতে উঠেছে। সেই কামনা-বাসনা থেকেই ইতোমধ্যে আমাদের অনেক নেতাকর্মীকে গ্রেফতার করেছে। তারই ধারাবাহিকতায় যুবদলের সাবেক নেতা আলী আকবর চুন্নু ও রফিক হাওলাদারকে তুলে নিয়ে গেছে। অসৎ উদ্দেশ্যে যেমনিভাবে অতীতে বিএনপির অসংখ্য নেতাকর্মীকে অন্যায়ভাবে রাতের অন্ধকারে তুলে নিয়ে গুম করেছে তেমনিভাবে তাদেরও তুলে নিয়ে গেছে। হয়তো কোনো অসত উদ্দেশ্যে তাদের নিয়ে যাওয়া হয়েছে।  

রুহুল কবির রিজভী অবিলম্বে এই দুই নেতার মুক্তি দাবি জানিয়েছেন।  

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২২
এমএইচ/এসএ 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।