ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

যুব মহাসমাবেশে যোগ দেবে না.গঞ্জের ২৫ হাজার নেতাকর্মী 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২২
যুব মহাসমাবেশে যোগ দেবে না.গঞ্জের ২৫ হাজার নেতাকর্মী 

নারায়ণগঞ্জ: বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫০ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার ১১ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। নারায়ণগঞ্জ থেকে যুবলীগের ২৫ হাজার নেতাকর্মী এ মহাসমাবেশে যোগ দেবেন।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভুঁইয়া সাজনু এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিএনপি জামায়াতের অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে আমাদের এই যুব মহাসমাবেশ। এই যুব মহাসমাবেশে আমাদের নেতা সংসদ সদস্য একেএম শামীম ওসমানের নির্দেশে যুবলীগের ২৫ হাজার নেতাকর্মী ঢাকায় যাব। এদিন ঢাকায় যুবলীগের নেতাকর্মীদের ঢল নামবে।

তিনি আরও জানান, সাড়ে ৩শ বাস ও ৮০টি ট্রাকে করে আমরা নেতাকর্মীরা ঢাকায় যাব। রাতেই এসব বাস ও ট্রাক প্রতিটি ইউনিটে পৌঁছে যাবে। তারা সকালে একত্রিত হয়ে এলে আমরা বিশাল শোভাযাত্রা করে যুব মহাসমাবেশে যোগ দেব।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২২
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।