ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

যুবদল নেতা ইউসুফকে তুলে নেওয়ার অভিযোগ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৬ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২২
যুবদল নেতা ইউসুফকে তুলে নেওয়ার অভিযোগ

ঢাকা: যুবদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ইউসুফ বিন জলিলকে শুক্রবার (১১ নভেম্বর) ভোর ৫টার দিকে কক্সবাজারের রামু থেকে র‌্যাব পরিচয়ে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, কক্সবাজারে বেড়াতে গিয়েছিলেন যুবদলের সাবেক সহ-সভাপতি ইউসুফ বিন জলিল।

শুক্রবার ভোর ৫টায় র‌্যাব-১৫ এর লোকজন তাকেসহ কয়েকজনকে রামু এলাকা থেকে তুলে নিয়ে যায়। পরে বাকিদের ছেড়ে দিলেও তাকে ছাড়েনি। এখন তাকে তুলে নেওয়ার কথা স্বীকার করছে না।  

এ ঘটনায় তিনিসহ তার পরিবারের লোকজন গভীরভাবে উদ্বিগ্ন। তাকে অবিলম্বে পরিবারের কাছে ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছেন। রিজভী জোর দিয়ে বলেন, তাকে র‌্যাব-১৫ এর লোকজনই তুলে নিয়ে গেছে। তাকে দ্রুত পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি।

এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মিডিয়া কো-অর্ডিনেটর আসিফ সোহান বাংলানিউজকে জানান, মির্জা আব্বাসের ভাগ্নে মির্জা কালুকে র‌্যাব-১৫ আটক করেছে। এ বিষয়ে শনিবার (১২ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন রিজভী।

বাংলাদেশ সময়: ০৯৩৬ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২২
এমএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।