ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

‘বিএনপিকে প্রতিহত করতে যুবলীগই যথেষ্ট’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২২
‘বিএনপিকে প্রতিহত করতে যুবলীগই যথেষ্ট’ বক্তব্য দিচ্ছেন মির্জা আজম

জামালপুর: বিএনপিকে প্রতিহত করতে আওয়ামী লীগের প্রয়োজন হবে না, যুবলীগই যথেষ্ট বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।  

শনিবার (১২ নভেম্বর) বিকেলে সিংহজানী মাঠে জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

 

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে সম্মেলনে মির্জা আজম বলেন, বিএনপির বিভিন্ন বিভাগীয় সম্মেলনে যে লোক সমাগম হয়েছে, তা জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের থেকেও কম।

তিনি বলেন, ফখরুল এক একটি বিভাগে ১২-১৩ জেলার লোক সমাগম করে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন।  

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী।  

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বাবু অসীম কুমার উকিল, সদস্য মারুফা আক্তার পপি, জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী প্রমুখ।  

অনুষ্ঠান শুরুর আগেই সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।