ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

নৈরাজ্য ঠেকাতে রূপগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২২
নৈরাজ্য ঠেকাতে রূপগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভ নৈরাজ্য ঠেকাতে রূপগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভ

নারায়ণগঞ্জ: বিএনপি-জামায়াতের নৈরাজ্য ঠেকাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি তানজির হোসেন খান রিয়াজের নেতৃত্বে তারাব পৌরসভার রূপসী এলাকায় ও উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাজমুল হাসান সবুজের নেতৃত্বে ভুলতা গাউছিয়া এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

তানজির আহমেদ খান রিয়াজ বলেন, জামায়াত-বিএনপি দেশে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে ক্ষমতায় যাওয়ার নীল নকশা তৈরি করছে। জ্বালাও-পোড়াও ও আগুন সন্ত্রাসের মাধ্যমে মানুষের মধ্যে ভীতি সৃষ্টি করছে। আমরা সে সব সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মাঠে সব সময় ছিলাম, আছি এবং থাকবো ইনশাআল্লাহ।

এ সময় নাজমুল হাসান সবুজ বলেন, জামায়াত-বিএনপির সব ধরনের অপশক্তি ঠেকাতে আমরা রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগ মাঠে সদা প্রস্তুত রয়েছি।

তানজির আহমেদ খান রিয়াজের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন- তারাব পৌর ছাত্রলীগের সহ-সভাপতি সোহান, সাংগঠনিক সম্পাদক ফয়সাল কানন, কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাদিম হাসান অপু, ছাত্রলীগ নেতা ইমু, অনিক হাসান শাওন, শামিম প্রধান, রবিন মোল্লা, শান্ত, দিপ, ইয়াসিন হোসেন আসিফ, শামীম মিয়া, সাগর মিয়া প্রমুখ।

অপরদিকে নাজমুল হাসান সবুজের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন- ছাত্রলীগ নেতা জোনায়েত হাসান মানিক, শাকিল মিয়া, বিজয়, জিতু, মারুফ, মাসুম, রানা, বিজয়, রুহুল, রাজু, নিশু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২২
এমআরপি/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।